Technology
কি কি কারণে Google AdSense সাসপেন্ড হয়
গুগল এডসেন্স হচ্ছে একটি বিজ্ঞাপন প্রচার প্রতিষ্ঠান। গুগল এডসেন্সের মাধ্যমে ব্লগার অথবা ইউটিউবাররা তাদের ওয়েবসাইট কিংবা ভিডিওতে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে আয় করতে পারেন।
প্রথমেই আমরা জানবো Google AdSense কি..?
Google AdSense গুগলের এমন একটি সার্ভিস যার মাধ্যমে বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান টাকা দিয়ে যেকোনো বিজ্ঞাপন ইন্টারনেটের সাহায্যে ইউটিউব অথবা ওয়েবসাইট কিংবা সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারেন। এবং পাবলিশাররা নিজেদের ইউটিউব চ্যানেল ওয়েবসাইট কিংবা সোশ্যাল মিডিয়ায় গুগলের বিজ্ঞাপন প্রচার করে ইনকাম করতে পারেন।
Advertiser
Advertiser হলো বিজ্ঞাপন দাতা, যারা নিজেদের কোম্পানি কিংবা প্রোডাক্ট এর বিজ্ঞাপন প্রচার করার জন্য গুগলকে অর্থ প্রদান করে। গুগল তাদের কাছ থেকে নেয়া অর্থের বিনিময় বিভিন্ন ওয়েবসাইট ইউটিউব ভিডিও কিংবা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে।
Publisher
Publisher তারা যারা গুগলের বিজ্ঞাপন নিজেদের ওয়েবসাইট, ব্লগ সাইট, কিংবা ভিডিওর মাধ্যমে লোকেদের কাছে প্রচার করে। নিজেদের ওয়েবসাইট, ব্লগ সাইট, অথবা ভিডিওতে প্রচারের মাধ্যমে গুগলের কাছ থেকে ইনকাম করে থাকে।
Google AdSense এমন একটি মাধ্যম যার মাধ্যমে আপনি অনলাইন থেকে প্রচুর পরিমাণে টাকা আয় করতে পারবেন। Google AdSense থেকে টাকা আয় করতে হলে আপনাকে অবশ্যই ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেল অথবা সোশ্যাল মিডিয়ায় Monetization কিংবা Google AdSense Approval পেতে হবে।
কি কি কারণে Google AdSense Suspended হয়।
Google AdSense approval পাওয়া অনেকের কাছে খুবই সহজ। Google AdSense Approval পাওয়া অনেকের কাছে সোনার হরিণ পাওয়ার মতো। অ্যাডসেন্সে অ্যাপ্রভাল ফর পর এর সঠিক বা যথাযথ ব্যবহার না জানলে হারাতে হয় অথবা এড লিমিটেড মত ঝামেলা করতে হয়। এবং আরো নানা রকম ঝামেলা পোহাতে হয়। আজ আপনাদের এই আর্টিকেলের মাধ্যমে জানাবো কি কি কারণে এডসেন্স বাতিল বা সাসপেন্ড হয় আশা করি আর্টিকেলটি সম্পূর্ণ পড়বেন এবং সর্তকতা অবলম্বন করবেন।
Google AdSense approval suspend হওয়ার কারণসমূহ।
এডসেন্স সাসপেন্ড হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে Invalid Click । এছাড়াও AdSense suspend হওয়ার অনেকগুলো কারণ রয়েছে সেগুলো নিম্নে আলোচনা করা হলো।
১. প্রথমে ওয়েবসাইট বা ব্লগ সাইটের কথা বলি একটা পেজে অনেক গুলো এড বসাবেন না। কেননা বেশি ইমপ্রেশন পাওয়ার আশায় একাউন্ট ব্যান হতে পারে। আপনি একটা পেজে ৩ থেকে ৪ টা এড বসাতে পারবেন। হোম পেজে ৩ থেকে ৪ টা এড বসানোই সবথেকে উত্তম। আর পোস্টের মাঝে মাঝে একটা করে এড বসাতে পারেন।
২. আপনি কোন ভাবেই এডে ক্লিক পাওয়ার জন্য কাউকে উৎসাহিত করতে পারবেন না। কেননা এটা গুগলের নিয়ম বিরুদ্ধ। যেমন ধরুন এড বসিয়ে তার আশে পাশে বা উপরে নিচে লিখে দিলেন আমাদের সাহায্য করুন, এখানে ক্লিক করুন, ১ টা ক্লিক করলে এত টাকা পাবেন।
৩. আপনি হয়তো এটাও জানেন না যে ওয়েবসাইটে কোন ছবির নিচে বা উপরে কিংবা আশে পাশে এড বসানো যাবে না। কেননা ভিজিটর বুঝতে ঝামেলা হয় কোনটা ছবি ও কোনটা এড। তাই এটা গুগলের নিয়ম বিরুদ্ধ।
৪. সাইটে পর্ণ গ্রাফি, খারাপ ফটো, মাদক দ্রব্য ঔষধের নাম, কপি-পেস্ট বা অন্য ওয়েবসাইটের লেখা দেখে দেখে লিখলে আপনার গুগল এডসেস্ন বাতিল হয়ে যাবে।
৫. না জেনে অনেকে-ই আছে যারা Google AdSense কোড পরিবর্তনের চেষ্টা করে। এতে করে তারা নিজের বিপদ নিজেই ডেকে আনে, মানে হলো খাল কেটে কুমির আনা। যদি বিজ্ঞাপন এর সাইজ, কালার পরিবর্তন করতেই হয় তাহলে আপনি Google AdSense এ ডুকে পরিবর্তন করবেন সবাই যেমন টা করে থাকেন।
৬. বেশির ভাগ সময় নতুনদের Google AdSense বেশি ডিসেবল হয় কেননা তারা নিজের এডে নিজেরাই ক্লিক দেয়, Vpn ব্যবহার করে।
৭. আরো একটা কথা মাথায় রাখবেন কখনো আপনার সাইটে Playstore, App Store এবং Amazon এর এপ এর ডাউনলোড লিংক দিবেন না। আপনার Google AdSense এ যদি ১২ টার বেশি Invalid Click হয় তাহলে আপনার AdSense suspend হতে পারে। CTR বেশি হলেই AdSense একাউন্ট Suspend হওয়ার সম্ভাবনা থাকে – গুগোল এর সাধারন CTR হলো ১০ থেকে ১৫ পাারসেন্ট। অর্থাৎ আপনার ওয়েব পেজে যদি দৈনিক ১০০ জন ভিজিটর আসে তাহলে আপনার ওয়েবসাইটে রাখা AdSense এর বিজ্ঞাপন গুলোতে ১০ – ১৫ টা ক্লিক পড়লে AdSense তা স্বাভাবিকভাবে দেখবে। কিন্তু কোনভাবে CTR যদি ১৫% উপরে চলে যায় এবং তা যদি লাগাতারভাবে হয় তাহলে AdSense এর কাছে ব্যাপারটা সন্দেহজনক হয়ে দাড়ায় এবং AdSense এর এক্সপার্টরা আপনার একাউন্টের উপর তদন্ত করে । আর তখন তাদের কাছে যদি মনে হয় যে আপনি তাদের সাথে প্রতারনা করে নিজের বিজ্ঞাপনে নিজেই ক্লিক করছেন তাহলে তারা আপনার একাউন্ট টাকে ডিসেবল করে দেবে । এই আর্টিকেলে উল্লেখিত বিষয়গুলো অবশ্যই গুরুত্বের সাথে নিবেন।
পোস্টের কোন তথ্যে সন্দেহ থাকলে অবশ্যই গুগলে সার্চ করে চেক করে নিবেন, এই পোস্টে উল্লেখিত সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহীত।
সূত্র- ইন্টারনেট।
দরিদ্র আইটি.কম এর পোষ্ট সবার আগে পেতে Follow করুন দরিদ্র আইটি’র গুগল নিউজ, দরিদ্র আইটি’র টুইটার , দরিদ্র আইটি ফেসবুক, এবং সাবস্ক্রাইব করুন দরিদ্র আইটি’র ইউটিউব চ্যানেলে।