Quote

আরিফ আজাদ স্যারের ৩৫ টি মূল্যবান বাণী।

জিলহজ্জ্ব মাস এমন একটা পবিত্র মাস আর এর পবিত্র সময়গুলো কতোই না হেলাফেলা, কতোই না অযত্ন-অবহেলায় চলে যায় আমাদের জীবন থেকে! যে সময়গুলো আমলের সুরভিতে ভরে উঠা দরকার ছিলো, আমাদের কাছে তা যে কীরূপ অবহেলা আর অনাদরের বিষয় তা কল্পনাও করা যায় না। সালাফগণ সারাটা বছর অপেক্ষা করে থাকতেন, আল্লাহ সুবহানাহু ওয়া’তায়ালার কাছে নিরন্তর দুয়া করতেন এই সময়গুলো পাওয়ার জন্যে। পূর্বসূরীদের অনুসারী হিশেবে আমরা কতোই না উদাসীন!

আরিফ আজাদ স্যারের ৩৫ টি মূল্যবান বাণী

আরিফ আজাদের উক্তি

১. ব্যস্ততার দোহায় দিয়ে আপনি সালাত ত্যাগ করছেন না, নিজের আখিরাত ধ্বংসের আয়োজন করছেন।

২. ভোরের পাখি আর ভোরের সূর্য দুটোই যদি আপনার আগে জেগে যায়, তাহলে জীবন নিয়ে জরুরীভাবে ভাবতে বসুন। 

জীবনের সত্যিকারের গতি থেকে আপনি ইতিমধ্যেই বিচ্যুত হয়ে পড়েছেন। 

৩. আল্লাহ যার অভিভাবক তার কপালে দুশ্চিন্তার ভাঁজ থাকতেই পারেনা।

৪. আপনার ব্যাপারে আমি কেবল একটাই ভবিষ্যৎ বাণী করতে পারি,  আর তা হলো আপনি অবশ্যই মৃত্যুবরণ করবেন।

৫. রাতের অন্ধকারে আল্লাহকে ডাকুন, তিনি দিনের আলো দিয়ে আপনার জীবনকে রাঙিয়ে দিবেন।

৬. সিন্দাবাদের জাদুর গালিচা নেই তো কি হয়েছে, জায়নামাজ বিছিয়ে বসে পড়ুন,  আপনার আকুতিগুলো সপ্তম আসমান ভেদ করে ঠিক আরশে আযীমে পৌঁছে যাবে।

৭. অন্যের সফলতায় আনন্দিত হতে পারাটা একটা হিংসামুক্ত অন্তরের প্রমান বহন করে।

৮. প্রতিটা মানুষ কখনোই আপনাকে ভালোবাসবেনা, পৃথিবীর মহামানবকেও তার সময়ে তাকে গ্রহণ করেননি,  ভালোবাসেনি।

নবীজি (সঃ) কে ও না। 

৯. আল্লাহ সুবহানান ওয়া তায়ালা ইবলিসকেও ফিরিয়ে দেন নি, আমরা কেন ভাবছি যে তিনি আমাদের ফিরিয়ে দিবেন, নিরাশ করবেন।  

১০. সমস্যা আর দুঃখের কথা যখন মন খুলে আল্লাহকেই বলা যায়, তখন সেসব কে শুনলো আর কে শুনতেই চাইলো না –

তাতে কি ই বা আসে যায়??

১১. ‘তুমি যখন হারামে ডুব দিবে, হারাম জিনিসকে পছন্দ করা শুরু করবে, তখন হালাল জিনিসকে তোমার কাছে ভালো লাগবে না। বিরক্তিকর লাগবে। এটাই স্বাভাবিক।

১২. রাগী মানুষ কোন কিছুতেই জিততে পারেনা। ধৈর্য্যশীলরা সর্বদা জিতে যায়, সেটা দুনিয়া আর আখিরাত দুই জায়গাতেই।

১৩. চাহিদাকে সীমিত করুন,  জানেন তো কাপনের কাপড়ের কোনো পকেট থাকেনা। 

১৪. বালির ওপর হাঁটলে কোন শব্দ হয়না, কিন্তু পশ্চাদে পদচিহ্ন থেকে যায়। আমাদের জীবনটাও সেরকম হোক৷ আমরা এমনভাবে বাঁচবো,  যেন ছিলাম ই না।  কিন্তু পশ্চাদে রেখে যাবো আমাদের কাজ, আমল, বন্ধন। 

১৫. দ্বীনে ফেরার পথে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা, সেটা হলো হারাম রিলেশনশিপ।

১৬. আগামীকাল থেকে ভালো হয়ে যাবো, আপনাকে দ্বীন বিমুখ রাখতে শয়তানের সবচেয়ে বড় শক্তিশালী অস্রগুলোর একটা৷ 

আগামীকাল যে আপনি কবরের বাসিন্দা হয়ে যাবেন না। এই নিশ্চয়তা আপনাকে কে দিলো। ভালো হওয়ার এখনই সুযোগ, এই মূহুর্ত থেকেই।

১৭. মানুষ আপনার গুন বাদ দিয়ে দোষ বড় করতে চায়, আর আল্লাহ সুবহান ওয়া তায়ালা আপনার দোষ বাদ দিয়ে গুন বড় করে দেখতে চান

১৮. যে রিজিক আসমান থেইকা আসে, তার লাগি এতো পেরশানি কিয়ের?

১৯. চারপাশের সবাই দুনিয়া খুঁজে,  আপনি না হয় আখিরাত খুঁজলেন।

২০. জীবনের একটা পরম বাস্তবতা হলো,  জীবন কখনোই রেল লাইনের মত সমান্তরাল হয়না।

২১. জগতে প্রতারণার সবচেয়ে বিশ্বস্ত অঙ্গই সম্ভবত চোখ।

২২. শয়তান আমাকে ক্ষুধার ভয় দেখায়, অথচ পকে‌টে আমি দুর্ভিক্ষ নিয়ে হাঁটি….!

২৩. নিজেকে আপনি যেরকম পরিবর্তন করবেন, দিনশেষে আপনার জীবন সেরকম আকৃতি পাবেন।

২৪. রিকশাওয়ালাকে সালাম দিতে যদি আপনার সাহেবিপনায় আঘাত লাগে,  মনে খচ খচ করে, তাহলে অতি অবশ্যই আপনার আত্মার চিকিৎসা করা দরকার।  

২৫. নিজেকে গড়তে হয় আস্তে আস্তে ধীরে ধীরে, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা আর বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ছোট ছোট কাজগুলোই বড় বড় ফলাফল বয়ে আনে।

২৬. কচুপাতার ওপর জমে থাকা শিশির বিন্দুর মতোই ঠুনকো মানুষের জীবন। হালকা বাতাসে পাতা দুলালেই গড়িয়ে পড়ে নিঃশেষ হয়ে যায়।

২৭. যদি কারো সাথে মিশলে আপনার অন্তরের শান্তি নষ্ট হয় বলে মনে করেন, তার সঙ্গ ত্যাগ করুন।

২৮. কারো কটু কথা, কটু বাক্য এবং অপমানের বিপরীতে সবরের চাইতে মোক্ষম জবাব আর কিছুই হতে পারেনা। 

২৯. মাটির আয়নার যারা নিজেকে দেখতে পায়, অন্যের চোখে বড় হওয়ার বাসনা তাদের থাকতেই পারেনা।

৩০. মাটির উপর যতটা ভালে কাজ করবেন, মাটির নিচে ততটা ভালো থাকবেন। 

৩১. দু’আ— আপনার হাতে থাকা সবচেয়ে কার্যকরী হাতিয়ার।

৩২. আমাদের আত্মার যে খোরাক সেটা যদি আমরা লাভ করতে না পারি, তাহলে আমাদের সুখী হওয়াটা নিছক অভিনয় মাত্র। সুখ নয়। 

৩৩. প্রাপ্তির আশায় বাবা-মা কখনো সন্তান মানুষ করেনা, বাবা-মায়ের ভালোবাসা সবসময় নিঃস্বার্থ,  নির্লোভ, নির্ঝঞ্ঝাট। 

৩৪. মানুষের চোখে কখনো নিজেকে মাপতে নেই, নিজেকে মাপতে হয় আসমানের আয়নায়।

৩৫. বন্ধু তো সে, যে আপনার উপস্থিতিতে আপনার সামনে আল্লাহর কথা বলে। যখন আপনি থাকেন না তখন সে আল্লাহর কাছে আপনার কথা বলে।

শেষ কথা

প্রিয় পাঠক কেমন লাগলো এই তথ্য গুলো, আশাকরি ভালো লেগেছে। এমন আরো অনেক মনীষীদের বিখ্যাত উক্তি পেতে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন। দরিদ্র আইটির সকল পোষ্টের আপডেট পেতে আমাদের Google News ফলো করে রাখুন। ধন্যবাদ। 

সংগ্রহ :- ফেইসবুক।

Mohammad Ismail

I am a hardware and software engineer and the founding editor of Travelgreencity.com. On this website we provide support and service for all technology and mobile related issues.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button